7
আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আমরা গত পর্বে প্লাগিন নিয়ে কথা বলছিলাম। আজকের পর্বে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ প্লাগিন নিয়ে কথা বলবো যেগুলো অনেক জনপ্রিয় এবং অনেক প্রয়োজনীয়।

  • All in One SEO Pack: এসইও এর জন্য এই প্লাগিনটি অনেক জনপ্রিয়। এটির দুটি ভার্সন রয়েছে। একটি ফ্রী অন্যটি টাকা দিয়ে কিনতে হয়।
  • WordPress SEO by Yoast: এটি এসইও এর জন্য আরেকটি জনপ্রিয় প্লাগিন যাতে অনেক সুবিধা রয়েছে। পূর্বের প্লাগিন থেকে এটি অনেক বেশি কার্যকরী।
  • WordPress Backup to Dropbox: আপনার ওয়েবসাইটটি যেকোনো সময় নানা সমস্যা হতে পারে। তাই সবসময় আপনার ওয়েবসাইটটির ব্যাকআপ রাখা উচিত। এই প্লাগিনটি দিয়ে আপনার সাইটের সম্পূর্ণ ব্যাকআপ ড্রপবাক্স নামে ক্লাউড সার্ভারে রাখা যায়।
  • WP Touch: মোবাইল ডিভাইসের জন্য আপনার ওয়েবসাইটটিকে উপযুক্ত করে গড়ে তোলার জন্য এটি একটি অসাধারণ প্লাগিন।
  • Si Contact Form: আমরা পূর্বের টিউটোরিয়ালে যোগাযোগের ফর্ম তৈরির জন্য Contact Form 7 নিয়ে আলোচনা করে ছিলাম। ঠিক সেটির মতো আর একটি প্লাগিন হচ্ছে এইটি।
  • Easy Fancybox: ওয়ার্ডপ্রেসে আপনার ছবিগুলো পপআপ করে দেখানোর জন্য এটি একটি সুন্দর প্লাগিন।
  • WP PageNavi: ওয়ার্ডপ্রেসে পেইজ নাম্বার দেবার জন্য এই প্লাগিনটি ব্যবহার করা হয়।
  • Yet Another Related Posts Plugin: এই প্লাগিনটির নাম শুনেই বুঝতে পারছি, আপনার ওয়েবসাইটের পোস্টের সাথে সম্পর্কিত পোস্টগুলো প্রদর্শনের জন্য এই প্লাগিনটি ব্যবহার করা হয়।
এতক্ষণ আমি যে প্লাগিন গুলোর বর্ণনা দিলাম, একটি ওয়েবসাইট বানাতে যে শুধু এইগুলোই ব্যবহার হয় না কিন্তু নয়। আসলে এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার ওয়েবসাইটের উপর। তাই আপনার ওয়েবসাইটের বিষয়বস্তুর উপর নির্ভর করে আপনি আপনার প্রয়োজনীয় প্লাগিন ব্যবহার করবেন। তবে ব্যবহারের পূর্বে নিশ্চিন্ত হয়ে নিবেন, ঐ প্লাগিনটি নির্ভরযোগ্য। নতুবা আপনার ওয়েবসাইটটির নিরাপত্তা নিয়ে সমস্যায় পড়তে পারেন।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

  1. Download All free Apps & Games for Android
    http://agroon.info....
    ধন্যবাদ সুন্দর টিউটোরিয়াল এর জন্য

    উত্তরমুছুন

fuck
ass
suck
dick

 
Top