বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমরা প্লাগিন নিয়ে কথা বলবো।
এই টিউটোরিয়ালটিতে একটি নতুন প্লাগিন
কিভাবে যুক্ত করতে হয়, ইনস্টলকৃত প্লাগিন কিভাবে বাদ দিতে হয়, প্লাগিন
কিভাবে খুঁজে পেতে পারেন এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইটে প্লাগিনের বিশাল সমারোহ এবং সবগুলো ফ্রী। তবে কিছু প্লাগিন রয়েছে যার প্রো ভার্সন টাকা দিয়ে কিনতে হয়।
এই টিউটোরিয়ালে আমরা তিনটি প্লাগিন নিয়ে কাজ করেছি। প্লাগিনগুলো হলো:
- Akismet: এটি আপনার ওয়েবসাইটকে স্পামের হাত থেকে রক্ষা করে। ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করতে পারেন।নিজস্ব ওয়েবসাইটের জন্য এটি ফ্রী, কিন্তু আপনার সাইটটি যদি বাণিজ্যিকভাবে ব্যবহার হয় তবে টাকা দিতে হবে।
- Contact Form 7: যোগাযোগের ফর্ম তৈরির জন্য এই প্লাগিনটি অনেক জনপ্রিয়। এটি সম্পূর্ণ ফ্রী। ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করতে পারেন।
- JetPack: এটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের তাদের তৈরি করা প্লাগিন সমষ্টি।প্লাগিন সমষ্টি বলার কারণ হলো এতে অনেকগুলো প্লাগিন একত্রে একটি প্লাগিন তৈরি করা হয়েছে। এটি সম্পূর্ণ ফ্রী। ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করতে পারেন।
আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক
উপকারে আসবে। আজ এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে আজ
এইখানেই শেষ করছি। ধন্যবাদ।
Help me plz....
উত্তরমুছুন