আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আমরা গত
পর্বে প্লাগিন নিয়ে কথা বলছিলাম। আর গত পর্বে আমরা দেখেছি শেয়ার বাটন
কিভাবে যুক্ত করা যায়। আবার ঐ ধরনের অনেক প্লাগিন রয়েছে শেয়ার বাটন
যুক্ত করার জন্য। তার মাঝে Add This আরেকটি জনপ্রিয় প্লাগিন যার অফিসিয়াল ওয়েবসাইটটির পেইজ রেঙ্ক দশ।
এই টিউটোরিয়ালে কিভাবে ইউজারের মন্তব্য
নিয়ে কাজ করবেন, অন্য ওয়েবসাইট থেকে ডাটা আপনার ওয়েবসাইটে যুক্ত করবেন
বা আপনার ওয়েবসাইটের ডাটা অন্য ওয়েবসাইটে যুক্ত করবেন তা নিয়ে আলোচনা
করা হয়েছে।

তবে আজকের টিউটোরিয়ালের মূল বিষয় হলো কিভাবে একটি থিম ইনস্টল করবেন। ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইটে
অনেক ফ্রী থিম রয়েছে। কোনো থিম ইনস্টল করার পর যদি দেখেন আপনার
ওয়েবসাইটে সমস্যা দেখা দিয়েছে, তা কিভাবে সমাধান করবেন এই সম্পর্কে
আলোচনা করা হয়েছে।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।
Best Tutorial - http://techvitro.com
উত্তরমুছুনBest Tutorial - http://techvitro.com
উত্তরমুছুন