একজন নিয়মিত ভি-টিউনার হিসেবে আপনারও কিছু অধিকার রয়েছে। আমরা আমাদের সকল ভি-টিউনারদের অধিকার সম্মান ও তাদেরকে যথাপূর্ণ সম্মান করি।
ভি-টিউন সংক্রান্তঃ
  • ভি-টিউনার এর সকল লেখা লেখকের নিজের সম্পদ। ফ্রী-বাংলা টিউটরিয়াল কতৃপক্ষ কোন প্রকাশিত ভি-টিউন এর স্বত্ব বা অধিকার সংরক্ষন করে না। এখানে প্রকাশিত যে কোন ভি-টিউন লেখক তার ইচ্ছানুযায়ী অন্য কোথাও প্রকাশের ক্ষমতা রাখে। সেটা হতে পারে লেখকের নিজের ব্যক্তিগত ব্লগ বা অন্য কোথাও। কিন্তু, ব্যক্তিগত ব্লগ না হয়ে অন্য কোথাও হলে “পূর্বে ফ্রী-বাংলা টিউটোরিয়ালে প্রকাশিত” কথাটি উল্লেখ করে দিতে হবে।
  • যদিও কতৃপক্ষ কোন ভি-টিউনের কোন অধিকার বা স্বত্ব সংরক্ষন করে না। কিন্তু প্রয়োজনে যে কোন ভি-টিউন পরিমার্জন, পরিবর্তন, আংশিক বা পুরোপুরি মুছে ফেলার অধিকার সংরক্ষন করে।
  • এই ব্লগে প্রকাশিত যে কোন ভিডিও ও তথ্যের অধিকার ও স্বত্ব ভি-টিউনার এর নিজের বলে গণ্য করা হবে।
 মন্তব্য সংক্রান্তঃ
  • তারাই শুধুমাত্র এখানে মন্তব্য প্রকাশের অধিকার রাখেন যারা ফ্রী-বাংলা টিউটোরিয়াল এর নিবন্ধিত সদস্য।
  • মন্তব্য করার বা পরিবর্তন বা মুছে ফেলার অধিকার সম্পূর্ণ লেখকের। কিন্তু একথা মাথায় রাখতে হবে, এখানে কতৃপক্ষই সকল ক্ষমতার অধিকারী।
  • কোন মন্তব্যের আইনগত বা অন্যান্য ঝামেলার দায়িত্ব লেখকের নিজের।
 অধিকার পরিবর্তন সংক্রান্তঃ
  • ফ্রী-বাংলা টিউটোরিয়াল এ ভি-টিউনার স্বত্ব ও অধিকার সর্বদা পরিবর্তনশীল। বিশেষ বা যে কোন প্রয়োজনে এই সকল অধিকারে আংশিক বা পুরোপুরি পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধন করা হতে পারে। পরিবর্তন বড় আঙ্গিকে হলে পূর্বে ঘোষণা সাপক্ষে পরিবর্তন করা হবে।
 
Top