ফ্রী বাংলা টিউটোরিয়াল কি?

ফ্রী বাংলা টিউটোরিয়াল হল বাংলা ভাষা-ভাষীদের উদ্দেশ্যে তৈরীকৃত সর্বপ্রথম ও সবচেয়ে জনপ্রিয় বাংলা ভিডিও শেয়ারিং সাইট। এটি একাধারে ভিডিও ব্লগিং প্লাটফরম, সোস্যাল মিডিয়া এবং উন্মুক্ত ভিডিও শেয়ারিং সাইট।

কিভাবে ডিভিডি সংগ্রহ বা ক্রয় করতে পারি?

আমরা আমাদের ব্যবহারকারীদের ডিভিডি কেনার জন্য কখনই অনুপ্রানিত করি না। কারণ আমাদের এই ওয়েবসাইটটি সম্পূর্ণই নিস্বার্থ জনকল্যাণ করার জন্য। তাই যদি সম্ভব হয় তাহলে আপনারা ফ্রী তে ইউটিউব থেকে ভিডিও গুলো ডাউনলোড করে নিতে পারেন। যারা ইউটিউব থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করতে হয় তা জানেন না, তাদের জন্য বলছি, গুগলে ইউটিউব ভিডিও ডাউনলোডার দিয়ে সার্চ দিলে অনেক ফ্রী সফটওয়্যার পাবেন অথবা যারা IDM ব্যবহার করেন, তারা খুব সহজেই ভিডিও গুলো ফ্রী ডাউনলোড করতে পারবেন। তবে মনে রাখবেন, ভিডিও ডাউনলোড করার সময় অবশ্যই HD/720rip ডাউনলোড করবেন, তা না হলে ভিডিও গুলো ঝাপসা হবে। তখন কোডিং গুলো বুঝতে সমস্যা হবে।
আমাদের কোনও ডিভিডি বাজারে নেই। কেউ যদি ফ্রী বাংলা টিউটোরিয়াল অথবা আতিক উল্লাহ নাম ব্যবহার করে ডিভিডি তৈরী এবং বিক্রি করে থাকে, তা অবশ্যই ভুয়া। আতিক উল্লাহ একক ভাবে বাংলা টিউটোরিয়াল তৈরী করে। কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে আমরা চুক্তিবদ্ধ নই। এমনকি কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ডিভিডি তৈরী এবং বিক্রি করার অনুমতি দেওয়া হয় নি।

ভি-টিউন, ভি-টিউনস, ভি-টিউনার, ভিউমেন্ট, ভিউডার এগুলো কি?

ভি-টিউনঃ এখানে যে সকল শিক্ষামূলক ভিডিও পোষ্ট করা হয়, এগুলোকে ভি-টিউন বলে।
ভি-টিউনসঃ একসাথে একের অধিক ভি-টিউনকে, ভি-টিউনস বলা হয়।
ভি-টিউনারঃ এই প্লাটফরমের সকল ভিডিও শেয়ারকারীদের ভি-টিউনার বলা হয়।
ভিউমেন্টঃ প্রতিটি ভি-টিউন এর উপর পাঠকের মন্তব্য সংরক্ষনের ব্যবস্থা এখানে আছে। এই মন্তব্যগুলোকে ভিউমেন্ট বলা হয়।
ভিউডারঃ ফ্রী-বাংলা টিউটোরিয়াল এ যারা পাঠক তাদেরকেই ভিউডার বলা হয়।

কিভাবে আপনি ভি-টিউনার হতে পারবেন?

এখানে যে কেউ চাইলেই ভি-টিউনার হতে পারবেন এই শর্তে যে, আপনি শিক্ষনীয় বিষয়বস্তু নিয়ে ভি-টিউন করবেন। ভি-টিউনার হতে হলে অবশ্যই এখানে আপনার নাম নিবন্ধন করতে হবে। কিন্তু যদি আপনি আপনার ভিডিও টিউটোরিয়াল এই সাইটে যুক্ত করতে চান তবে অবশ্যই আপনাকে এডমিনের সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগের আগে অধিকার ও নীতিমালা ভালোভাবে পড়ে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। যোগাযোগের সময় আপনি কি ধরনের ভিডিও টিউটোরিয়াল যুক্ত করতে চান এই সমন্ধে এডমিনকে অবহিত করতে হবে।

নিবন্ধিত হলে কি সুবিধা পাবেন?

এখানে নিবন্ধিত হলে আপনি এখানকার নিয়ম কানুন অনুসরন করে অনেক মানসম্মত শিক্ষনীয় ভিডিও শেয়ার করতে পারবেন, আপনার মতামত দিতে পারবেন এবং নতুন ভি-টিউন যুক্ত হলে আপনাকে জানিয়ে দেওয়া হবে।

কিভাবে ভি-টিউন করবেন?

ফ্রী বাংলা টিউটোরিয়াল এর বিধিমালা মেনে আপনিও পারবেন মানসম্মত ভি-টিউন উপহার দিতে। প্রয়োজনে লেখার নিয়ম পড়ে নিতে পারেন।

কিভাবে ইউটিউব অথবা অন্য যেকোন ভিডিও শেয়ারিং সাইট থেকে কোন ভিডিও প্রকাশ করবেন?

খুবই সহজ। আমরা দিয়েছি Embed প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার। আপনাকে কোন HTML বা embed কোড দিতে হবে না। শুধুমাত্র লিঙ্কটিকে টেক্সট হিসেবে টিউনে যোগ করুন। আপনা আপনি ভিডিওটি প্রয়োজনীয় কোড দেখাবে।

সরাসরি কি আমার নিজের ভিডিও যোগ করা যাবে?

যদি মানসম্মত ও শিক্ষনীয় হয় তবে ইউটিউবে অথবা অন্য যেকোন ভিডিও শেয়ারিং সাইট থেকে ভিডিও আপলোড করে উপরের নিয়মানুযায়ী কাজ করলেই আপনার ভিডিওটিও যুক্ত করতে পারবেন।

ফ্রী ভিডিও টিউটোরিয়াল বিধিমালা কি?

কিছু নির্দিষ্ট নিয়ম কানুন দ্বারা এই প্লাটফরমটি চালানো হয়। এই নিয়মকানুন গুলোই হচ্ছে ফ্রী ভিডিও টিউটোরিয়াল বিধিমালা।

ভি-টিউন কেন স্থগিত করা হয়?

যদি টিউনের কোন অংশ ফ্রী ভিডিও টিউটোরিয়াল বিধিমালা লংঘন করে তবেই ভি-টিউন স্থগিত করা হয়।

ফ্রী-ভিডিও টিউটোরিয়াল বিধিমালা ভঙ্গ হলে কি হতে পারে?

এখানে বিধিমালা লঙ্ঘঙ্কারীদেরকে সাময়িক থেকে সম্পূর্ণভাবে ব্যান করা হয়।

চেইন ভি-টিউন কি?

কোন নির্দিষ্ট বিষয়বস্তুর উপর টিউটোরিয়াল তৈরী করে একের পর এক ক্রমানুসারে পোষ্ট করলে, তাকে চেইন ভি-টিউন বলা হয়।

আমি কি চেইন ভি-টিউন করতে পারবো?

অবশ্যই পারবেন। কিন্তু আপনাকে অবশ্যই মানসম্মত ভি-টিউন করতে হবে।চেইন ভি-টিউন এর শিরোনামগুলো এভাবে হতে হবে “চেইন ভি-টিউনের নাম (পর্ব-এক)”

যে কোন বিষয়ে কি চেইন ভি-টিউন করা যাবে?

হ্যা, করা যাবে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে, চেইন ভি-টিউন এর বিষয়বস্তু অবশ্যই শিক্ষনীয় ও মানসম্মত হতে হবে।

আমার চেইন ভি-টিউন এর কোন অংশ যদি প্রকাশিত না হয়?

এমনটা হবার কথা নয়। তবুও আমাদের চোখের অগোচরে যদি তা হয়েই থাকে তাহলে হেল্পডেস্ক এর মাধ্যমে আমাদেরকে জানান। আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব।

এখানে কি প্রোফাইলে ছবি সংযুক্ত করা যায়?

হ্যা। এখানে আপনার প্রোফাইলকে আরো আকর্ষণীয় করতে প্রোফাইলে ছবি দেওয়ার ব্যবস্থা আছে।

প্রিয় ভি-টিউন কি?

আপনার পছন্দের ভি-টিউনগুলোকে সংরক্ষন করে রাখার জন্যই এই ফিচারে ব্যবস্থা করা হয়েছে। যে কোন ভি-টিউনকে “প্রিয়তে যুক্ত করুন” বাটনের মাধ্যমে আপনার প্রিয় ভি-টিউন এর তালিকায় যুক্ত করতে পারবেন।

আমি কিভাবে এখানে বাংলা লিখবো?

ইউনিকোড হওয়াতে এখানে বাংলা লেখা খুব সহজ। অভ্রএকুশে স্বাধীনতাগুগল ইনপুট মেথড দিয়ে আপনি সহজেই এখানে বাংলা লিখতে পারবেন।
 
Top