ফ্রী-বাংলা টিউটোরিয়াল এ ভি-টিউন ও প্রতিটি ভি-টিউন এ মন্তব্য করার পূর্বে অবশ্যই নিচের নীতিমালা মেনে চলতে হবে। আপনি যখন ফ্রী-বাংলা টিউটোরিয়াল এ আপনার নাম নিবন্ধিত করবেন এবং ভি-টিউন ও ভি-টিউনে মন্তব্য করবেন তখন ধরে নেওয়া হবে যে, আপনি “ভি-টিউন বিধি” পড়ে ও বুঝে এতে সম্মতি প্রদান করেছেন এবং আমাদের অন্যান্য ভি-টিউনারদের সাথে একই কাতারে নিজেকে সংযুক্ত করেছেন। আমাদের বাংলা ভিডিও ভুবনে আপনাকে জানাই সুস্বাগতম।
আপনার প্রকাশিত ভি-টিউন বা মন্তব্যের কারণে সৃষ্ট আইনগত বা অন্যান্য ঝামেলার দায়ভার ফ্রী-বাংলা টিউটোরিয়াল কতৃপক্ষ বহন করবে না। 

ভি-টিউন বিধিঃ

  • সাইটে শুধু ভিডিও টিউন করতে পারবেন। ভিডিও এর সাথে চাইলে বর্ণনা দিতে পারবেন। কিন্তু শুধুমাত্র বর্ণনাযুক্ত কোন পোষ্ট অনুমোদিত হবে না।
  • ভি-টিউনে বর্ণনা দিতে বাংলা ও ইংরেজী ভাষার মিশ্রণ ঘটানো যাবে না। ভি-টিউন এর বর্ণনায় বাংলা ভাষার কোনমাত্রায় বিকৃতি ঘটানো যাবে না। আঞ্চলিক ভাষায় কোন ভি-টিউন করা যাবে না।
  • ভি-টিউন এর ভিডিও অবশ্যই বাংলা ভাষায় হতে হবে। অন্য কোন ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্বলিত বা বাংলা ভাষা ব্যতিত যে কোন ভি-টিউনই প্রকাশের জন্য অননুমোদিত হবে।
  • ভি-টিউন করার ২৪ ঘন্টার মধ্যে একজন মডারেটরের অনুমতি সাপক্ষে ভি-টিউন প্রকাশ করা হবে।
  • ভি-টিউন এর বিষয়বস্তুগুলো অবশ্যই শিক্ষা ও প্রেরণাদায়ক হতে হবে। যেমনঃ এসইও, ওয়েব ডিজাইন, ব্লগিং, টিপস, ফ্রীল্যান্সিং ইত্যাদি। ভি-টিউন এর মান এমন হতে হবে অন্যেরা যেন আপনার ভি-টিউন থেকে কোন শিক্ষা গ্রহণ করে এবং তা তাদের অনুপ্রেরণা যোগায়।
  • ভি-টিউনে অর্ধেক বর্ণনা দিয়ে বাকিটুকু পড়ার জন্য আপনার সাইট এর লিঙ্ক দিয়ে বলবেন, “বাকী অংশ এখানে” – এমন কাজ গ্রহণযোগ্য হবে না। আপনাকে পুরো টিউন সম্পূর্ণ করতে হবে। প্রয়োজনে আপনি তথ্যসূত্র উল্লেখ করতে পারবেন।
  • রেভিনিউ পয়েন্ট বাড়ানোর উদ্দেশ্যে কোন ব্যবসায়িক লিঙ্ক, এডসেন্স লিঙ্ক, এফিলিয়েট ফাইল হোস্ট লিঙ্ক বা সর্টলিঙ্ক ব্যবহার করা যাবে না। যেমনঃ https://youtu.be/NuyHwWuu19s
  • নিজের লিখা নয় কিংবা ভিডিওটিও নিজের নয় এমন কোন ভি-টিউন অন্য সাইট থেকে হুবহু কপি করা যাবে না। এমতাবস্থায়, অবশ্যই প্রকৃত লেখকের নাম ও প্রকৃত সূত্র জানিয়ে ভি-টিউন করতে হবে। প্রয়োজনে সূত্রের লিঙ্ক দেওয়া যেতে পারে।
  • কোন সাইটের প্রচারণার উদ্দেশ্যে বা সাইটের বিজ্ঞাপন দিয়ে ভি-টিউন করা যাবে না। কিন্তু কোন সাইটের ব্যবহার বা রেজিষ্ট্রেশন পদ্ধতি বা কাজ করার নিয়মযোগে ভি-টিউন করার অধিকার রয়েছে।
  • হ্যাকিং, পিশিং, ক্র্যাকিং বা সাইবার ক্রাইম বিষয়ে ভি-টিউন করা যাবে কিন্তু অবশ্যই এ বিষয়ের তথ্যগুলো স্বতন্ত্র হতে হবে। এ ধরণের ভি-টিউনগুলো কোন নির্দিষ্ট গোষ্ঠী বা সাইট কেন্দ্রীক হতে পারবে না।
  • ধর্মীয়, রাজনৈতিক বা সামাজিক কোন ঘটনা প্রবাহ করে এমন ভি-টিউন করা যাবে না।
  • কপিরাইট আইন ভঙ্গ করে বা অনৈতিক ও অশ্লীল ঘটনা বহন করে এমন কোন ভি-টিউনই গ্রহণযোগ্য হবে না।
  • চাকুরীর বিজ্ঞাপন বা কোন প্রতিষ্ঠানে লোক নিয়োগের নিমিত্তে ভি-টিউন করা যাবে না।
  • যে কোন অবস্থায়, যে কোন সময়ে মডারেটরগণ যে কোন কারণে ভি-টিউন কারণ দর্শানো ছাড়া অপসারণ করার ক্ষমতা রাখে। এক বা একাধিক বিধিমালা লঙ্ঘনকারীকে যে কোন সময় সাময়িকভাবে বা পুরোপুরি বরখাস্ত করার ক্ষমতা মডারেটরগণ সংরক্ষণ করেন।

ভি-টিউনে মন্তব্য সংক্রান্ত বিধিঃ

  • ভি-টিউনারদের সাথে কেউ বাজে ব্যবহার করতে পারবেন না। তাদেরকে গালিগালাজ বা বাজে কিছু বলা চলবে না। কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না।
  • অপমানজনক, আপত্তিকর, কুরুচিপূর্ণ, অশ্লীল কোন ভাষা ব্যবহার করা যাবে না।
  • মন্ত্যবে ইমেইল ঠিকানা উল্লেখপূর্বক কোন লিঙ্ক, টেক্সট ফাইল, সিরিয়াল কীজেন এর জন্য অনুরোধ করা যাবে না।
  • বিজ্ঞাপন বা প্রচারণার উদ্দেশ্যে কোন সাইটের লিঙ্ক মন্তব্যে সংযুক্ত করা যাবে না।
  • আপনার কোন মন্তব্যের আইনগত বা অন্যান্য ঝামেলার দায়ভার কতৃপক্ষ বহন করবে না।
  • কোন বাজে মন্তব্য, গালিগালাজ বা ব্যবসায়িক লিঙ্ক দেওয়া মন্তব্য যে কোন সময় কোন বিজ্ঞপ্তি ছাড়াই মডারেটরগণ অপসারণ করতে পারেন।

ভি-টিউনার আইডি সংক্রান্তঃ

  • কোন রাজনৈতিক ব্যক্তি, ধর্মীয় ব্যক্তি বা কোন গোষ্ঠীকে হেয় করা হয় এমন কোন আইডি বা নাম তৈরী ও নির্বাচন করা যাবে না।
  • কোন ভি-টিউনারকে হেয় করে এমন কোন নাম বা আইডি ব্যবহার করা চলবে না।
  • ছদ্মনাম ব্যবহার করা যাবে কিন্তু অসামাজিক, কুরুচিপূর্ণ বা অশ্লীল কোন আইডি বা নাম ব্যবহার করা যাবে না।
  • যে কোন অবস্থায় মডারেটরগণ কারণ দর্শানো ব্যাতীত আইডি সাময়িক স্থগিত বা পুরোপুরি ব্যান করার ক্ষমতা রাখে।

বিধিমালা পরিবর্তনঃ

  • ফ্রী-বাংলা টিউটোরিয়াল এর ভি-টিউন সংক্রান্ত বিধিমালা পরিবর্তন ও পরিবর্ধনশীল। বিশেষ প্রয়োজনে যে কোন বিধি পরিবর্তনের ক্ষমতা ফ্রী-বাংলা টিউটোরিয়াল কতৃপক্ষ সংরক্ষন করে। বিধিমালা পরিবর্তন যদি বড় আঙ্গিকে করা হয় তবে অবশ্যই পূর্বে ঘোষণা প্রদান করা হবে।

-“সর্বস্বত্ব মডারেটরগণ কতৃক সংরক্ষিত”

 
Top