আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট নিয়ে কথা বলবো।
- squidoo: এই ওয়েবসাইটটিতে লেন্স তৈরি করে আর্টিকেল পোস্ট করতে হয়।
- pinterest: ছবির জন্য একটি অত্যন্ত জনপ্রিয় একটি ওয়েবসাইট। এটির Pin it বাটনটি আপনার ব্রাউজারে যুক্ত করে ছবি পিনকরা হয়।
- লোকাল ডিরেক্টরি: আপনার প্রতিষ্ঠানটিকে স্থানীয়ভাবে বিভিন্ন ওয়েবসাইটে যুক্ত করতে লোকাল ডিরেক্টরি ওয়েবসাইটগুলো ব্যবহার হয়।
- craigslist: আপনার বিজ্ঞাপন দেওয়ার জন্য craigslist সহ বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি বিনামূল্যে বিজ্ঞাপন দিতে পারেন।

টিউটোরিয়ালটির শেষ পর্বে অফ পেইজ এসইও এর জন্য বিভিন্ন প্রয়োজনীয় ওয়েবসাইটের তালিকা দিয়ে দেওয়া হবে।
আসসামুআলাইকুম ভাই, আমি একটা ব্লগস্পট এর একটি ব্লগ ৈতরি করছি, কিন্তু ভালো কোনো টেমপ্টেট পাচ্ছি না, আপনার টেমপ্টেট টি আনেক ভালো লেগেছে। যদি আপনার টেমপ্টেট দিতেন ????
উত্তরমুছুনLearning Any Tips And News Video Watch and Download;
উত্তরমুছুনLearning Any Tips And News Video Watch and Download;
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুন