আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন।
আজকের টিউটোরিয়ালটিতে আমরা দেখবো ইলাস্ট্রেটরের ফাইল ফটোশপে নিয়ে কিভাবে
কাজ করতে পারি। এরপর ইলাস্ট্রেটরে কিভাবে ফাইল প্রিন্ট করা যায় এবং কি কি
ফরমেটে সংরক্ষণ করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
তো বন্ধুরা, আমি ইলাস্ট্রেটর বাংলা
টিউটোরিয়াল সিরিজের একদম শেষ প্রান্তে চলে এসেছি। কিন্তু অনেকেই বলতে
পারেন পুরো সিরিজে আমি তেমন কিছু তৈরি করে দেখাই নি। আসলে আমি চেষ্টা করেছি
পুরো টিউটোরিয়ালটিতে ইলাস্ট্রেটরের বিভিন্ন টুলস নিয়ে বিস্তারিত ধারণা
দেওয়ার জন্য। আপনাদের যদি পুরো টিউটোরিয়ালটি দেখে ইলাস্ট্রেটরের সবগুলো
টুলস সম্পর্কে স্বচ্ছ ধারণা হয় তবে সেগুলো নিয়ে কাজ করাটা খুব একটা
সমস্যা হবার কথা না।
তবে আপনাদের সুবিধার জন্য ও কাজ শেখার জন্য আমি মনে করি vector.tutsplus.com ওয়েবসাইটটি খুব কাজের। আর বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ধরনের ফাইলের প্রয়োজন হয়, সেটির জন্য www.freepik.com ওয়েবসাইটটি খুব কাজের।

তবে আপনাদের সুবিধার জন্য ও কাজ শেখার জন্য আমি মনে করি vector.tutsplus.com ওয়েবসাইটটি খুব কাজের। আর বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ধরনের ফাইলের প্রয়োজন হয়, সেটির জন্য www.freepik.com ওয়েবসাইটটি খুব কাজের।
আপনি যদি পুরো সিরিজটি দেখে থাকেন,
তাহলে এখন সময় চর্চা করার। আমি পুরো টিউটোরিয়ালটিতে যে যে
ফাইলগুলো ব্যবহার করা হয়েছে তা নিচে থেকে ডাউনলোড করে নিতে পারেন। যদিও
আমি পুরো টিউটোরিয়ালে তেমন কোনও জটিল ছবি ব্যবহার করি নাই।
বি. দ্র.: পুরো টিউটোরিয়ালটি কেমন
হলো জানাতে ভুলবেন না। কারণ আপনাদের মন্তব্যই আমার একমাত্র উৎসাহের
হাতিয়ার। সম্পুর্ণ ভিডিওতে আমার জানা-অজানায় অনেক ভুল হতে পারে। ভিডিওতে
কোনো কথা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়ে যদি বলা হয়ে থাকে, তা
নিতান্তই অনিচ্ছাকৃত। নিজ গুণে ক্ষমা করে দিবেন। কোথাও কোনো ভুল থাকলে অথবা
কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মন্তব্য করে জানাবেন।
Appreciate you sharing, great blog article.Really thank you! Fantastic. I have a free animation gadgets site. Visit my site for more information:
উত্তরমুছুনFree Penguins Animation Gadgets
Free Turtle Animation Gadgets
Ball Clock animation gadgets
Free Fish Animation Gadgets
Tree Frog Animation Gadgets
Hamster animation gadgets
Free animation gadgets
Pendulum Clock Gadgets
Dog animation gadgets
Free Stingray Gadgets
Free physics Gadgets
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনbro cs5/cs6 software ta kotha theke download korbo?plz suggest koren ..
উত্তরমুছুনsort cut er file ta kothai pabo ??
উত্তরমুছুনJazakallah brother.
উত্তরমুছুনThere was a problem that you recorded the file without mouse cursor preview. Hope in your next tutorial if any will not have that problem.
Jazakallah again........