5
আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। এটি ওয়ার্ডপ্রেস থিম তৈরির শেষ পর্ব। এই টিউটোরিয়ালটিতে আমরা আমাদের হোম পেইজে কিভাবে ডাইনামিক ডাটা প্রদর্শন করাতে হবে তা নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া এই টিউটোরিয়ালটিতে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করা হয়েছে।
এই টিউটোরিয়ালটিতে “Breadcrumb NavXT” প্লাগিনটি ব্যবহার করে একটি পেইজ থেকে অন্য পেইজের মাঝে সম্পর্ক তৈরি করা হয়েছে। যার ফলে একজন ইউজার সহজে অন্য পেইজে যেতে পারে। পুরো টিউটোরিয়ালে যে ফাইল নিয়ে কাজ করা হয়েছে ও আমার ব্যবহার করা ব্লাঙ্ক থিমটি নিচে থেকে ডাউনলোড করে নিতে পারেন।

আর আমি আপনাদের একটি মজার সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিতে চাই যার সাহায্যে আপনি খুব সহজে জুমলা, ব্লগার, এইচটিএমএল, ওয়ার্ডপ্রেস ইত্যাদি টেম্পলেট তৈরি করতে পারেন। সফটওয়্যারটির নাম হচ্ছে আরর্টিস্টার
 Download Now!
বি. দ্র.: পুরো টিউটোরিয়ালটি কেমন হলো জানাতে ভুলবেন না। কারণ আপনাদের মন্তব্যই আমার একমাত্র উৎসাহের হাতিয়ার। সম্পুর্ণ ভিডিওতে আমার জানা-অজানায় অনেক ভুল হতে পারে। ভিডিওতে কোনো কথা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়ে যদি বলা হয়ে থাকে, তা নিতান্তই অনিচ্ছাকৃত। নিজ গুণে ক্ষমা করে দিবেন। কোথাও কোনো ভুল থাকলে অথবা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মন্তব্য করে জানাবেন।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

fuck
ass
suck
dick

 
Top