আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। গত পর্বে
আমরা সাধারণভাবে ডাটা একটি পেইজে কিভাবে যুক্ত করতে হয় তা নিয়ে আলোচনা
করেছিলাম। আজকে আমরা অ্যাডভান্স পদ্ধতিতে ডাটা কিভাবে যুক্ত করতে হয় সেইটি
নিয়ে আলোচনা করব। অ্যাডভান্স পদ্ধতিতে ডাটা যুক্ত করতে আসলে আমরা
“রিলেশনাল ডাটাবেজ” ব্যবহার করবো। মানে দুটি টেবিলকে “ফরেইন কী” দিয়ে
যুক্ত করে দুটি টেবিলের মাঝে সংযুক্ত করবো। এরপর দুই টেবিল থেকে আমাদের
প্রয়োজন অনুযায়ী ডাটা প্রদর্শন করবো।

এতক্ষণ আমরা যা করেছি তাতে ডাটা গুলো
আমার পেইজে নিয়ে আসার জন্য। ডাটা তো শুধু নিয়ে আসলেই হবে না, সেই ডাটা
গুলো আমার পেইজে প্রদর্শন করাতে হবে। এই পর্বে দেখানো হয়েছে কিভাবে আমরা
ডাইনামিক ভাবে ডাটাবেজ থেকে ডাটা প্রদর্শন করতে পারি।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook
fuck
ass
suck
dick