আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালটিতে আমরা কোনও
কাজ করবো না। বলতে পারেন এটি হলো গাইড-লাইন টিউটোরিয়াল। যারা বুঝতে
পারছেন না যে কোনটির পর কোন টিউটোরিয়াল সিরিজটি দেখতে হবে, তা এখানে
আলোচনা করা হয়েছে। আর সিএসএসের জন্য কিছু ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করা
হয়েছে, যা আপনাকে সিএসএস অ্যাডভান্স কাজ করতে সাহায্য করবে। এছাড়া
বিভিন্ন নতুন নতুন টিপস পেতে সাহায্য করবে। পুরো টিউটোরিয়াল সিরিজটিতে
যেসব ফাইল সমূহ নিয়ে কাজ করা হয়েছে, যদি মনে করেন যেগুলো আপনার দরকার তবে
নিচে থেকে ডাউনলোড করে নিতে পারেন।
বি. দ্র.: পুরো টিউটোরিয়ালটি কেমন হলো
জানাতে ভুলবেন না। কারণ আপনাদের মন্তব্যই আমার একমাত্র উৎসাহের হাতিয়ার।
সম্পুর্ণ ভিডিওতে আমার জানা-অজানায় অনেক ভুল হতে পারে। ভিডিওতে কোনো কথা
কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়ে যদি বলা হয়ে থাকে, তা নিতান্তই
অনিচ্ছাকৃত। নিজ গুণে ক্ষমা করে দিবেন। কোথাও কোনো ভুল থাকলে অথবা কোনো
প্রশ্ন থাকলে অবশ্যই মন্তব্য করে জানাবেন।
(k) x-) ভাই আপনার সব কোটি টিউটোরিয়াল আমার ভাল লাগছে ॥ দোআ করি আপনি অনেক দূর এগিয়ে যাবেন ।
উত্তরমুছুনYou Are Great Brother. Go Ahead In Your Successive Life.
উত্তরমুছুনvai apnar tutorial onek onek valo ami sob download korsi vai
উত্তরমুছুনthanks bro.
উত্তরমুছুনআপনাদের টিউটোরিয়ালগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। দোয়া করি যাতে আরো বেশি এগিয়ে যেতে পারেন।
উত্তরমুছুনgreat job,, well done vai,so helpful
উত্তরমুছুন