1
আশা করি সবাই ভালো আছেন। আগের টিউটোরিয়ালগুলো আশা করি ভালোভাবে চর্চা করেছেন। আজ আমরা Array ও loop নিয়ে কথা বলবো।
পিএইচপি Array: ভেরিয়েবল হলো একটি সংরক্ষণ এলাকা যেখানে সংখ্যা বা টেক্সট ধারণ করা হয়। কিন্তু সমস্যা হলো একটি ভেরিয়েবল কেবল একটি ভ্যালুই ধারণ করে। সেই সমস্যার সমাধান হলো Array. এটি বিশেষ ধরনের একটি ভেরিয়েবল যেটি একটি একক ভেরিয়েবলের মাঝে একাধিক ভ্যালুকে সংরক্ষণ করতে পারে। পিএইচপিতে তিন ধরনের Array রয়েছে:
  • Numeric Array: নিউমেরিক ইনডেক্সসহ একটি array
  • Associative Array: এমন ধরনের array যেখানে প্রতিটি আইডি কি-এর সাথে একটি ভ্যালু আছে।
  • Multidimensional Array: এমন ধরনের array যেটি আরো এক বা একাধিক array বহন করে।
পিএইচপি loop: কোনো কোড ব্লককে বারবার দেখানোর জন্য পিএইচপিতে loop ব্যবহার হয়ে থাকে। স্ক্রিপ্টে প্রায় ওই সমপরিমাণ কোড যোগ করার পরিবর্তে loop ব্যবহার করে কম কোড করে একই কাজ বারবার করা যায়। পিএইচপিতে চার ধরনের loop ব্যবহার হয়ে থাকে:
  • while: যখন নির্দিষ্ট কন্ডিশনটি সত্যি হয় তখন একটি কোড ব্লকের মাধ্যমে loop হয়।
  • do…while: একটি কোড ব্লকের মাধ্যমে একবার loop হয় ও তারপর নির্দিষ্ট কন্ডিশনটি যতক্ষণ পর্যন্ত সত্য হয় ততবার তা বারবার loop হয়।
  • for: একটি কোড ব্লকের মাধ্যমে নির্দিষ্ট  সংখ্যক বার loop হয়।
  • foreach: ব্লককৃত কোডের মাধ্যমে Array এর মাঝে প্রতিটি এলিমেন্টের জন্য loop হয়।

এই অংশটুকু ভালোভাবে চর্চা করুন। পুরো টিউটোরিয়ালের ফাইল শেষ পর্বে জিপ করে দেওয়া হবে। আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

fuck
ass
suck
dick

 
Top