ফ্রীল্যান্সিং বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং সুন্দর পেশা। এর মাধ্যমে যে কেউই সামান্য চেষ্টা করে ভালো উপার্জন করতে পারেন। কিন্তু কাজ জানলেই কাজ কিভাবে পাবেন? এর নিশ্চয়তা কি? চিন্তার কিছু নেই, আছে ওডেস্ক। নিশ্চয়ই, প্রশ্ন জেগেছে মনে ওডেস্ক কি? ওডেস্ক হচ্ছে সবচেয়ে বড় ফ্রীল্যান্সিং প্লাটফরম যারা ফ্রীল্যান্সারদের কাজ পেতে এবং বায়ারদের কাজ করিতে নিতে সাহায্য করে। তা আজকে আমরা আলোচনা করছি কিভাবে একটি ওডেস্ক প্রোফাইল তৈরী করা যায় এবং তাতে সম্পূর্ণতা দান করা যায়।

প্রথমেই ওডেস্কে সাইন আপ করতে হলে একটি ইমেইল একাউন্ট লাগবে। যদি থাকে ভালো আর না থাকলে এখান যাবতীয় তথ্য পূরণ করে একটি ইমেইল একাউন্ট তৈরি করে নিতে পারেন।
তারপর ওডেস্কে যান এবং “I Nedd a Job” অপশন এ গিয়ে সাইন আপ বাটন প্রেস করুন। তারপর ওখানে যাই বিষয়গুলো দরকার সেই সব বিষয়গুলোর ফাঁকা ঘর পূরণ করে “Get Started” বাটনে ক্লিক করুন। তারপর আপনার ইমেইল এ গিয়ে ইমেইল ভেরিফিকেশন করুন। ব্যাস, হয়ে গেল একটি ওডেস্ক ফ্রীল্যান্সার একাউন্ট।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook
fuck
ass
suck
dick