আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই টিউটোরিয়ালটিতে সিএসএসের
পজিশনিং নিয়ে আলোচনা করবো। পজিশনিং এর বিভিন্ন মান ও ব্যবহার নিয়ে
বিস্তারিত আলোচনা করা হয়েছে। একটি পেইজের মাঝে ইলিমেন্ট সমূহকে বিভিন্ন
স্থানে আমাদের মন মত বসানোর জন্য এটি ব্যবহার করা যেতে পারে। এছাড়া এই
টিউটোরিয়ালটিতে ওভারফ্লো নিয়েও আলোচনা করা হয়েছে। যার ফলে পেইজের
কনটেন্টকে বিভিন্ন ভাবে উপস্থাপন করা সম্ভব।
সত্যি কথা বলতে এই
সকল ইলিমেন্ট সমূহ কখন কোনটি ব্যবহার করতে হবে, তা নির্ভর করে আমাদের কোনটি
দরকার সেটির উপর। আমাদের নিজেদের উপস্থিত বুদ্ধির মাধ্যমে
প্রয়োজনীয় ইলিমেন্ট সমূহকে বসাতে হবে।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook
fuck
ass
suck
dick