0

আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে সিএসএসের কিছু নতুন প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। আমি চেষ্টা করেছি পুরো সিএসএসের নতুন ইলিমেন্ট গুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার। সিএসএসের এই সিরিজটি শুধু মাত্র CSS3 নিয়ে নয়, বরং আমি চেষ্টা করেছি পূর্বের সিএসএসের বিসিক টিউটোরিয়ালটিতে যে ইলিমেন্ট গুলো বাদ পড়ে গেছে ও অ্যাডভান্স কিছু কাজ দেখাতে, যা আমাদের প্রতিনিয়ত প্রয়োজন পড়ে।
  • সিএসএসের এই টিউটোরিয়াল সিরিজটিকে আমি সাতটি ভাগে ভাগ করেছি
  • সিএসএসের নতুন ইলিমেন্ট, যা পূর্বের টিউটোরিয়ালটিতে দেখানো হয়েছে
  • সিএসএসের পেইজ লেআউট, যা এই টিউটোরিয়াল ও পরবর্তী দুটি টিউটোরিয়ালে আলোচনা করা হয়েছে
  • সিএসএসের মেনু ডিজাইন, যা দুটি পর্বে আলোচনা করা হয়েছে
  • সিএসএসের গ্রেডিয়েন্ট, যা একটি পর্বে আলোচনা করা হয়েছে
  • সিএসএসের মাধ্যমে টেবিল ও চার্ট ডিজাইন, যা একটি পর্বে আলোচনা করা হয়েছে
  • সিএসএসের ট্রানজিশন ও ট্রান্সফর্ম, যা তিনটি পর্বে আলোচনা করা হয়েছে
  • সিএসএস শিক্ষার জন্য প্রয়োজনীয় কিছু ওয়েবসাইট, যা শেষ পর্বে আলোচনা করা হয়েছে

সুতরাং বোঝতেই পারছেন, মোট বারটি পর্বে এই টিউটোরিয়ালটি শেষ করা হবে এবং বরাবরের মতই শেষ পর্বে সকল ফাইল গুলো ডাউনলোড করতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

fuck
ass
suck
dick

 
Top