আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। গত পর্বে
আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে সার্ভারে আপলোড করে ছিলাম। আজকে এই
টিউটোরিয়ালটিতে আমরা দেখবো ওয়ার্ডপ্রেস কিভাবে সার্ভারে ইনস্টল করতে
হয়। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার দুইটি পদ্ধতি রয়েছে।
একটি হলো জনপ্রিয় পাচ মিনিট ইনস্টল আর
একটি হলো মেনুয়ালি ইনস্টল। ভিডিওটিতে দুইটি পদ্ধতিই দেখানো হয়েছে। এই
সম্পর্কে আরো বিস্তারিত জানতে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইটটি ঘুরে আসতে পারেন।

এই টিউটোরিয়ালটিতে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইটটির সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে।
আর আপনি যদি লোকালহোস্ট এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান তবে যেখানে xampp
টি ইনস্টল করেছেন তার মাঝে htdocs ফোল্ডারে ওয়ার্ডপ্রেসের ফাইলটি আনজিপ
করে রেখে আসুন। আপনি চাইলে ফোল্ডারের নামও পরিবর্তন করতে পারবেন। এরপর
আপনার পছন্দের ব্রাউজারটিতে http://localhost/wordpress লিখুন। পরবর্তী সব
কাজ একই রকম। আপনি যদি ফোল্ডারের নাম পরিবর্তন করে লোকালহোস্ট এ যুক্ত করে
থাকেন তবে ব্রাউজারেও ওয়ার্ডপ্রেস পরিবর্তন করে আপনার দেওয়া ফোল্ডারের
নাম দিতে হবে। আর আপনি যদি xampp টি ইনস্টল করতে না পারেন তবে আমার পিএইচপি টিউটোরিয়ালের প্রথম পর্বটি দেখে নিতে পারেন।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।
Joomla te kivabe admin login pagetate onno nam dia dhoka jay, for exmple ....administrator. Default name change kore rakte chai "bangladesh"
উত্তরমুছুন