আশা করি বন্ধুরা ভালো আছেন। এই পর্ব থেকে আমরা অফ পেইজ নিয়ে কথা বলবো। আমরা ধরে নিচ্ছি আপনার ওয়েবসাইটের অন পেইজ এসইও সম্পূর্ণ শেষ হয়েছে, কেবল মাত্র তখনই আপনি অফ পেইজ এসইও নিয়ে ভাবতে পারেন।
অফ পেইজ এসইও এর শুরুতেই আপনাকে যা করতে হবে তা হলো, তিনটি ফানপেইজ তৈরি করতে হবে গুগল প্লাস, ফেইসবুক ও টুইটারে। তবে শুধু এই তিনটি ফানপেইজ তৈরি করলেই যে হবে তা নয়। কিন্তু এই তিনটি হচ্ছে কমন। এছাড়াও আপনি আরো অন্যান্য সোশ্যাল নেটওয়ার্ক ওয়েবসাইটে ফানপেইজ তৈরি করতে পারেন। এটি আসলে নির্ভর করে আপনার ওয়েবসাইটের উপর। যেসব সাইট গুলোতে আপনার টার্গেট ইউজারদের আনাগোনা বেশি সেইসব সাইটকে আপনার টার্গেট করে আপনার ফানপেইজ তৈরি করতে হবে।

ফানপেইজ তৈরি করার পর প্রথম কাজ হলো ওই ফানপেইজে ইউজার নিয়ে আসা। তার জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। তবে কিছু ওয়েবসাইট রয়েছে যারা এই ইউজার আনতে সাহায্য করে। ঐসকল ওয়েবসাইটের একটি তালিকা নিচে দেওয়া আছে। তবে এটি সঠিক পন্থা নয়। যদি আপনার ফানপেইজকে সাসপেন্ড করে দেয় সেটির জন্য তখন আমাকে দোষারোপ করতে পারবেন না।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।
ati play hoy na ken?
উত্তরমুছুনভাইয়া ১১-১৫ tutorial এর কাজগুলো করলে কি off পেজ seo হয়ে যাবে ?
উত্তরমুছুনLearning Any Tips And News Video Watch and Download;
উত্তরমুছুনLearning Any Tips And News Video Watch and Download;
Thanks For this Article
উত্তরমুছুনDownalod latestest Software
Adobe Premiere Pro CC
This video is unavailable !!!
উত্তরমুছুনঅন পেজ এসইও এর একটি গুরুত্বপূর্ণ এবং আবশ্যিক বিষয় হলো কিওয়ার্ড এর সঠিক ব্যবহার।
উত্তরমুছুনকোন জায়গায় কিভাবে কত ঘনত্ব রেখে কিওয়ার্ড বসাতে হয় তা জানা জরুরি।
আর এ জন্য এই আর্টিকেল টি পড়া যথেষ্ট পেজ এ কিওয়ার্ড ব্যবহার করার নিয়ম।