আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো
আছেন। আজকে আমরা একটি নতুন টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি আর তা হলো
ফটো গ্যালারি তৈরি করা। প্রায় প্রতিটি ওয়েবসাইটেই ফটো গ্যালারি ব্যবহার
করা হয়। এটি ওয়েবসাইটের সোন্দর্য বহুগুনে বাড়িয়ে দেয় এবং ইউজারকে খুব
সহজে আমাদের প্রয়োজনীয় তথ্য পরিবেশন করতে সক্ষম হই। কথা না বাড়িয়ে চলুন
কাজের কথায় আসা যাক।
আমরা যে ফটো গ্যালারি তৈরি করবো তাতে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জেকোয়ারী ব্যবহার করবো। আর ফটো গ্যালারিটির সোন্দর্য ও সুবিধা আরও বাড়িয়ে দেওয়ার জন্য আমরা ফ্যানসিবাক্স ব্যবহার
করবো। স্বভাবতই সকল ডিভাইসের জন্য (কম্পিউটার, ট্যাবলেট, মোবাইল) কার্যকরী
রেসপনসিভ ডিজাইন তৈরি করা হবে যাতে সকল প্লাটফর্মের ইউজার আমাদের এই ফটো
গ্যালারি সমানভাবে ব্যবহার করতে পারে।

প্রথম টিউটোরিয়ালটিতে আমরা এইচটিএমএল
ফাইল নিয়ে কাজ করেছি এবং অন্যান্য প্রয়োজনীয় ফাইল যেমন: সিএসএস,
জাভাস্ক্রিপ্ট, জেকোয়ারী, ফ্যানসিবাক্স ইত্যাদি ফাইল যুক্ত করেছি।
EXCELLENT
উত্তরমুছুনwordpress use kora jaby.
উত্তরমুছুন