আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন।
আজকের টিউটোরিয়ালে আমরা বিভিন্ন ইফেক্ট নিয়ে আলোচনা করবো। পূর্ববর্তী
টিউটোরিয়াল গুলোতে আমরা অনেক সময়ই বিভিন্ন ইফেক্ট নিয়ে কাজ করে ছিলাম।
কিন্তু এই টিউটোরিয়ালটি শুধু মাত্র বিভিন্ন ইফেক্ট নিয়েই বিস্তারিত
আলোচনা করা হয়েছে।

এডোবি ফটোশপে অনেক ধরনের ইফেক্ট তৈরি
করা রয়েছে, এমনকি আপনি চাইলে আপনি নিজেও নতুন ইফেক্ট তৈরি করতে পারবেন। এই
ইফেক্ট গুলো একটি সাধারণ ছবিকে অসাধারণ করে তোলার জন্য যথেষ্ট। এছাড়া
ছবির মাঝে একটি নতুনত্ব ও আকর্ষনীয় ভাব ফুটিয়ে তুলে।
bro can you make a tutorial about advance photoshop... Shihab
উত্তরমুছুন