আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন।
আজকের টিউটোরিয়ালে আমরা ব্লান্দিং মোড নিয়ে কিছু কাজ করবো। পূর্ববর্তী
টিউটোরিয়াল গুলোতে আমরা অনেক সময়ই এই অপশনটির বিভিন্ন প্রয়োগ করেছি। তাই
আমরা আগে থেকেই এই অপশনটির সাথে পরিচিত। তারপরও এই টিউটোরিয়ালটিতে সেই
সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করা হয়েছে।

এছাড়া এই টিউটোরিয়ালটিতে একটি ছবির চারপাশে কিভাবে একটি স্টাইলিশ বর্ডার দেওয়া যায়, তার একটি উদাহরণ দেওয়া হয়েছে।
ভাই অনেক ধন্যবাদ আপনাকে। পর্ব ১৩ পেলাম না কোন লিঙ্ক থাকলে শেয়ার করবেন প্লীজ
উত্তরমুছুনভাই আপনার সাথে যোগাযোগ করতে চাই। কিছু কথা বলার দরকার ছিল। আপনার ইমেইল টা কি পাওয়া যাবে?
উত্তরমুছুনemail: moni956778@gmail.com