বন্ধুরা আশা করি এইচটিএমএল (HTML) বাংলা টিউটোরিয়াল (পার্ট-৩)ভালভাবে রপ্ত করেছেন। এইচটিএমএল (HTML) বাংলা টিউটোরিয়াল (পার্ট-৪) এ আজ আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা শিখব কিভাবে পেজ তৈরি করতে হয় এবং কিভাবে পেজ এর ভিতর লিঙ্ক তৈরি করতে হয়।
প্রথমে আমাদের যেকোনো একটি পেজ তৈরি করতে হবে। ধরি আমরা একটি পেজ তৈরি করলাম। এখন আমাদের ওই পেজ সেভ করতে হবে। আমরা File অপশন থেকে Save As সিলেক্ট করবো। ধরি আমরা ফাইল এর নাম দিলাম “FINAL.HTML”। এখানে আমরা .html নাও দিতে পারি। কারণ DW তে সয়ংক্রিয়ভাবে আমি যেহেতু HTML খুলে ছিলাম তাই FILE টি HTML এ SAVE হবে। এখন আমি নতুন একটি FILE তৈরি করবো। নতুন FILE বানানোর জন্য আমি আগের “FINAL.HTML” FILE নাম টা দিতে হবে। LINK এর ঐখানে আমি দিলাম www.google.com। আমি “FIRST.HTML” নামে নতুন PAGE টাকে SAVE করলাম। তাহলে আমার দুইটা FILE বানালাম। এখন একটি FILE খুললে দুইটা লিঙ্ক আসবে। দুই নম্বর লিঙ্ক CLICK করলে তা www.google.com এ চলে যাবে। এর কারণ হল, আমরা দুই নম্বর লিঙ্ক করেছিলাম GOOGLE এর সাথে আর এক এর লিঙ্ক করেছিলাম “FINAL.HTML” এর সাথে।
এখন আমরা এর সাথে দুই ধরণের লিঙ্ক ব্যাবহার করতে পারি। একটি হল TEXT LINK এবং অন্যটি হল IMAGE LINK। আপনাদের জন্য দুইটা লিঙ্ক এর CODE নিচে দেওয়া হল:
পেজ লিঙ্ক:
Your Page Name is a link to a page on this Web site.
GOOGLE is a link to a page on the World Wide Web.
ইমেজ লিঙ্ক:
বন্ধুরা আজ আমরা লিঙ্ক বসানো সম্পর্কে জানলাম। এগুলো নিজে নিজে চর্চা করুন। আশা করি সম্পূর্ণরুপে বুঝতে পারবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
VAlo laglo vai
উত্তরমুছুনVai hoyTace na to fast links ta kaj korche na..
উত্তরমুছুন